সোমবার , ৩রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৫শে জিলকদ, ১৪৪৫ হিজরি

শেরপুরে ‘স্মার্ট পুষ্টি গ্রাম’ কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

প্রকাশিত হয়েছে -

শেরপুরে উন্নয়ন সংঘ বিংস প্রকল্পের উদ্যোগে বাস্তবায়িত ‘স্মার্ট পুষ্টি গ্রাম’ কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। তিনি ২৩ আগস্ট বুধবার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী এলাকায় ওই পুষ্টিগ্রাম পরিদর্শনে যান।

পুষ্টি বাগান পরিদর্শন শেষে সেখানে উপকারভোগীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ডা. অনুপম ভট্টাচার্য্য,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন ও কামারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সারোয়ার জাহান।

আলোচনা সভায় গ্রামের প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদেরকে নিজেদের বাড়ির আশেপাশে পতিত জমিতে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার নিজেরাই উৎপাদন করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Advertisements