সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

বাবার বয়স ৭০ ছেলের ১০৫!

প্রকাশিত হয়েছে -


নেত্রকোনার দুর্গাপুরে বাবার চেয়ে ৩৪ বছর বেশি বয়স দেখানো হয়েছে ছেলের! জাতীয় পরিচয়পত্রে বয়সের ভুল হওয়ায় নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে ওই ছেলেকে। ভুক্তভোগীরা হলেন-জেলার দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের নিলাখালী গ্রামের বাসিন্দা বাবা মুসলেম উদ্দীন ও ছেলে মঞ্জুরুল হক।

জানা যায়, জাতীয় পরিচয়পত্রে বাবা মুসলেম উদ্দীনের জন্ম তারিখ ১৯৫২ সালের ১৭ অক্টোবর আর ছেলে মঞ্জুরুল হকের জন্ম তারিখ দেওয়া হয়েছে ১৯১৮ সালের ২ ফেব্র“য়ারি। সেই হিসাবে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বাবার বর্তমান বয়স ৭০ বছর আর ছেলের ১০৫ বছর। ফলে বাবার চেয়ে ৩৪ বছর ৮ মাস ১৫ দিন বেশি বয়স ছেলের।

ভুক্তভোগী ছেলে মঞ্জুরুল হক বলেন, ‘লেখাপড়া করিনি, তাই তেমন কিছুই বুঝি নাই। ডিজিটাল আইডি কার্ড অনেক আগেই পাইছি; কিন্তু এই সমস্যা বুঝিনি। এক মাস আগে এনজিও (ব্র্যাক) থেকে একটি ঋণ তুলতে গেলে এই বয়সের সমস্যা ধরা পড়ে। ভাবছি পরে ঠিক করে নেব। বাড়িতে ঘর তুলে ধারদেনা হয়ে গেছে, তাই চিন্তা করেছিলাম ব্র্যাক থেকে ঋণ নিয়ে সেগুলো পরিশোধ করব। এখন আমি ঋণ তুলতে পারিনি।’

Advertisements

দুর্গাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র শীল বলেন, ‘উপজেলায় (ক) ক্যাটাগরির ভুল সংশোধন করা যায়, তবে এটি বয়স সংশোধনের বিষয়, এজন্য (গ) ক্যাটাগরির আবেদন করলে ময়মনসিংহ বিভাগীয় অফিস দেখবে এবং ভুল সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।’