সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

সরিষাবাড়ীতে সেনাসদস্য পরিচয়ে বিয়ের প্রস্তাব দিয়ে প্রতারণা

প্রকাশিত হয়েছে -


জামালপুরের সরিষাবাড়ীতে সেনাসদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ওবায়দুর রহমান (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ওবায়দুর রহমান জামালপুর সদর উপজেলার রনরামপুর এলাকার মৃত লতিফ মাস্টারের ছেলে।

এর আগে বুধবার (৯ আগস্ট) বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ভাটারা এলাকা থেকে ওবায়দুল রহমানকে গ্রেফতার করে।

Advertisements

মামলা সূত্রে জানা যায়, একমাস আগে ওবায়দুর রহমান সেনাসদস্য পরিচয় দিয়ে উপজেলার ভাটারা ইউনিয়নের দিনমজুর হেলাল মিয়ার মেয়ের সঙ্গে জিয়াউল হকের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠান। এতে হেলাল ও তার স্ত্রী জোসনা বেগম সম্মতি দেন। কিন্তু সেনাবাহিনী থেকে অনুমতি দেওয়া হয়নি বলে বিয়ে গোপন রাখতে বলা হয়। সরল বিশ্বাসে এতেও রাজি হন দিনমজুর হেলাল মিয়া।

এর কিছুদিন পর বাড়ির জমি খারিজের কথা বলে ৩০ হাজার টাকা নেন ওবায়দুর। আবারও এক লাখ টাকা দাবি করেন তিনি। বিষয়টি সন্দেহ হলে হেলালের স্ত্রী ওবায়দুর ও জিয়াউল হককে আসামি করে মামলা করেন। পরে বুধবার পুলিশ অভিযান চালিয়ে ভাটারা থেকে ওবায়দুর রহমানকে গ্রেফতার করে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ওবায়দুর রহমান ও জিয়াউল হক দীর্ঘদিন ধরে সেনাসদস্য ও সরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন।