সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে জামায়াতের ১৯ নেতা গ্রেফতার

প্রকাশিত হয়েছে -


ময়মনসিংহে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে জামায়াতের ১৯ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৩১ জুলাই) দিনগত রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

Advertisements

গ্রেফতাররা হলেন মাওলানা আব্দুল্লাহ মো. মুজাহিদ (৪৫), ডা. আজহারুল ইসলাম শাহীন (৪৬), হাবিবুল হক শরীফ (৪০), মো. মামুনুর রশিদ (৪৫), মাওলানা আবু নাছের সিদ্দিকী (৫২), মো. আনোয়ার হোসেন (৫০), মাওলানা মো. মফিজুল ইসলাম (৫৫), হাফেজ মো. কাজিম উদ্দিন (৫৫), মো. আ. কাদের (৫০), মো. জয়নাল আবেদীন (৫১, মো. ফজলুল হক ওরফে মাহবুব (৩৬), মো. আমিনুল হক খান (৬৫), মাওলানা মতিউর রহমান (৫৩), মাওলানা নুরুল ইসলাম (৪০), মো. আ. মতিন (৩৫), ইয়াকুব আলী (৪৩), মাহমুদুল হাসান (৩০), মাওলানা মোবারক হোসাইন (১৯), মো. সাইফুল ইসলাম (৪০)। তারা সবাই ময়মনসিংহের বিভিন্ন উপজেলার জামায়াতের সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য ও অন্যান্য পদধারী নেতা।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জাগো নিউজকে বলেন, গত ২৮ জুলাই সন্ধ্যার পর নগরীর নতুন বাজার মোড়ে জামায়াতের নেতাকর্মীরা মিছিল করে দাঙ্গা সৃষ্টি ও সরকারবিরোধী স্লোগান দিতে থাকে। এসময় যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়িও ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে জামায়াতের নেতাকর্মীরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এ ঘটনার পর গত ২৯ জুলাই পুলিশ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। ওই মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।