সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ঐতিহ্যবাহী কুস্তি খেলা দেখতে হাজারো মানুষের ভিড়

প্রকাশিত হয়েছে -


নেত্রকোণার জামতলা গ্রামে দীর্ঘ ৩০ বছর পর অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কুস্তি খেলা। এ খেলা দেখতে সব বয়সী হাজারো মানুষ ভিড় জমান সদর উপজেলার রৌহা ইউনিয়নের শাহপুর গ্রামের মাঠে।

সোমবার বিকেলে জামতলা বাজারের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। কুস্তি খেলা দেখতে ভিড় জমান স্থানীয়রা।

জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মোতালিব খান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে কুস্তি খেলায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ।

Advertisements

এ খেলায় নিবন্ধন ফি দিয়ে অর্ধশতাধিক কুস্তিগির অংশ নেন। তাদের মধ্যে ১০টি মেডেল, ১৫ জনকে ছাতা, ১২ জনকে বাটন মোবাইল, দুইজনকে স্মার্ট ফোন, দুইজনকে খাসি ও একজনকে একটি গরুর বাছুর উপহার দেওয়া হয়।