সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

নকলায় বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে -


শেরপুরের নকলায় উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। বুধবার দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার-এঁর সভাপতিত্বে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ ইসহাক আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ অন্যান্য গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

Advertisements

এর আগে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া নকলা উপজেলা পরিষদ প্রাঙ্গনে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় জেলা প্রশাসক সাহেলা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনসহ অনেকে উপস্থিত ছিলেন।