শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শেরপুরে কৃষককে বিনা মূল্যে গম বীজ ও সার বিতরণ

প্রকাশিত হয়েছে -

শেরপুরের সদর উপজেলায় গত আগস্ট মাসে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩ শ কৃষককে বন্যাত্তোর কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে গম বীজ ও সার বিতরণ করা হয়েছে।

২২ নভেম্বর বুধবার দিনভর সদর উপজেলা পরিষদ চত্বরে তালিকাভুক্ত কৃষকের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩ শ জন কৃষকের প্রত্যেককে এক বিঘা জমি আবাদ করার জন্য ২০ কেজি করে উন্নত জাতের গম বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য ও কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisements

উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা বলেন, প্রদত্ত বীজ ও সার বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সহায়তা করবে। এতে করে কৃষকেরা উপকৃত ও লাভবান হবেন। যা উপজেলার খাদ্য ও পুষ্টি উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।