বৃহস্পতিবার , ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ইয়াবা উদ্ধারে গিয়ে মিললো দেড় কোটি টাকার সোনার বার

প্রকাশিত হয়েছে -

রংপুরে ইয়াবার চালান উদ্ধারে গিয়ে মিললো দেড় কোটি টাকা মূল্যের সোনার বার। বুধবার (৭ জুন) সকাল ৮টায় নগরীর ঢাকা বাসস্ট্যান্ড থেকে ১৫টি সোনার বার উদ্ধারসহ চোরাচালানকারী ফয়সালকে (৩৮) গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তার ফয়সাল মুন্সিগঞ্জ পৌরসভা এলাকার দেওভোগ গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় ফয়সালের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রংপুর জেলা কার্যালয়ের পরিদর্শক (ক সার্কেল) আসলাম আলী মন্ডল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জেলা কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, ঢাকা থেকে ইয়াবার একটি বড় চালান রংপুরে যাত্রীবাহী বাসযোগে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে নগরীর কামারপাড়া বাসস্ট্যান্ডে অবস্থান করে মাদকদ্রব্য কার্যালয়ের সদস্যরা। সকাল ৮টায় শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-২৬৩৮) বাসস্ট্যান্ডে এসে পৌঁছালে সেখানে তল্লাশী চালানো হয়।

এ সময় ফয়সালের কোমরের বেল্টের নিচের বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্কচটেপ দ্বারা মোড়ানো ১৫টি সোনার বার উদ্ধার করা হয়। ১৫০ ভরি ওজনের এসব সোনার বারের মূল্য প্রায় দেড় কোটি টাকা।

Advertisements