রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ঝিনাইগাতীতে লটারীতে ঠিকাদার নির্বাচিত

প্রকাশিত হয়েছে -

শেরপুরের ঝিনাইগাতীতে ইজিপি লটারীতে ছয়জন ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচন করেছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। বৃহস্পতিবার (২৫ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ ইজিপি লটারী অনুষ্ঠিত হয়।

জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়নে জন্য উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ছয়টি প্যাকেজে ৪৭টি প্রকল্পের কাজের বিপরীতে ইজিপি লটারীর মাধ্যমে ৬টি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচিত হয়।

নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো হল- মেসার্স কাকিলাকুড়া ট্রেডার্স, মেসার্স সোহেল ট্রেডার্স, মুকুল এন্টারপ্রাইজ, মেসার্স কাকিলাকুড়া ট্রেডার্স, মেসার্স সোহেল ট্রেডার্স।

Advertisements

লটারী ড্র্র চলাকালীন সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, সাংবাদিক হারুন অর রশিদ, জাহিদুল হক মনিরসহ বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

এ সময় কাজের গুনগত মান ঠিক রেখে দ্রæত কাজ শেষ করার জন্য ঠিকাদারদের নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ।