শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শেরপুরে হাসির বিনিময়ে রক্তসৈনিকের ঈদ উপহার পেলেন শতাধিক এতিম শিশু

প্রকাশিত হয়েছে -

শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন এর উদ্যোগে শেরপুর সরকারী বালিকা শিশু পরিবারের প্রায় শতাধিক এতিম শিশুদের মাঝে হাসির বিনিময়ে ঈদের নতুন পোষাক প্রদান করা হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল)বিকেলে শিশু পরিবারের মিলনায়তনে ঈদ উপহারের পোষাক বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া।

এসময় রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজুর সঞ্চালনায় শিশু পরিবারের তত্বাবধায়ক শামীমা নাসরিন, রক্তসৈনিক শেরপুর জেলার উপদেষ্টা ডা. মোবারক হোসেন, প্রথম আলো সাংবাদিক দেবাশিষ সাহা রায়, শেরপুর রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা সাংবাদিক রফিক মজিদ, জনউদ্যোগ আহবায়ক সমাজ-কর্মী আবুল কালাম আজাদ, কবি হাসান শরাফত প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় আরও উপস্থিত ছিলেন রক্তসৈনিক শেরপুর জেলা শাখার সহ-সভাপতি আশরাফুল আলম, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, প্রস্ফুটিত শেরপুর’র এডমিন দেবাশীষ সাহা, রেদোয়ান রাশেদ, রক্তদান সমাজ কল্যাণ সংস্থার মো: আরমান, রক্তসৈনিক সদস্য, শোয়াইব রহমান, কাব্য, তুহিন, রাকিবুল ইসলাম অন্তরসহ প্রমুখ।
আজকের তারুণ্য সভাপতি রবিউল ইসলাম রতন, সহ রক্তসৈনিকের অন্যান্য সদস্য ও সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

Advertisements

রক্তসৈনিক এর পক্ষ থেকে শিশু পরিবারের ৮০ জন শিশুকে তাদের মুখের হাসির বিনিময়ে ঈদের নতুন জামা উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা এই মহত্ব উদ্যোগের সাদুবাদ জানান। তারা রক্তসৈনিক এর পাশে থাকার আশ্বাস দেন এবং সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।