সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

নকলায় চতুর্থ ধাপে জমিসহ ঘর পাচ্ছেন ১৫০ ভূমিহীন-গৃহহীন পরিবার

প্রকাশিত হয়েছে -

শেরপুরের নকলায় চতুর্থ ধাপে জমিসহ ঘর পাচ্ছেন ১৫০ ভূমিহীন-গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেসব্রিফিং ওই তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ। ২১ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ওই প্রেসব্রিফিং হয়। উপজেলা প্রশাসন ওই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।

প্রেসব্রিফিংয়ে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো: বোরহান উদ্দিন।

আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুল প্রমুখ।

Advertisements

প্রেসব্রিফিংয়ে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ইসহাক আলী, কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, কৃষিব্যাংক নকলা শাখার ব্যবস্থাপক মোসাদ্দেক আলীসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ জানান উপজেলাায় প্রথম ধাপে ৪২টি, দ্বিতীয় ধাপে ৫৮টি, তৃতীয় ধাপে ৫৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। চতুর্থ ধাপে জমিসহ ঘর হস্তান্তর করা হবে ১৫০টি পরিবারকে।
প্রথম ধাপে প্রতিটি ঘর নির্মাণে খরচ হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা, দ্বিতীয় ধাপে ১ লাখ ৯০ হাজার টাকা, তৃতীয় ধাপে ২ লাখ ৫৮ হাজার টাকা এবং চতুর্থ ধাপে খরচ হয়েছে ২ লাখ ৭৯ হাজার টাকা করে।