রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

মানুষ হবো

প্রকাশিত হয়েছে -

:রহিমা আক্তার রীমা:

আমি মানুষ হবো তোমাদেরই মত মানুষ
হোক না আমার অঙ্গহানী বিচ্যুত কিছু অংশ
 দক্ষতায় মানুষ হতে চাই মনোবলে হবো না ধ্বংস।
যদিও আমি দৃষ্টিহীন ভাবো তোমরা দৃষ্টি প্রতিবন্ধী,
হাত ও পায়ে আমি গড়তে পারি অভাবনীয় সব সৃষ্টি
আমি তো হেরে যাবো না যদিও না থাকুক দৃষ্টি।
জানো কি?
অন্ধ জাপানী নাবিক বিরতিহীন দিয়েছিলেন প্রশান্ত মহাসাগর পাড়ি,
নাক ব্যবহার করে  লিখেছিলেন ব্রিটিশ প্রতিবন্ধী জশ ব্যারি।
যদিও না থাকুক আমার দুটো হাত,
পায়ের কারিশমার তুলিতে আমি আঁকতে পারি জগত
সৃষ্টি করি সৌন্দর্যখচিত পৃথিবী যা সৃষ্টকর্তার রহমত।
তোমরা হয়তো জানো না?
দুই হাত নেই তবুও পায়ে শোপিস বানিয়ে বিক্রি করে বানু আখতার
পারিবারিক নির্যাতনে চলার শক্তি হারানো রত্না হলেন বাস্কেটবল খেলোয়াড়।
যদিও আমি বধির তোমরা না হয় আমাকে-
 উপহাস করো  ভাবো আমি নিতান্তই অবুঝ
 তোমাদের আমি বুঝতে পারি নেই হয়তো সেই বুঝ।
জানা নেই হয়তো,
স্টিফেন হকিং পদার্থ বিজ্ঞানী হারিয়ে ফেলেন-
চলা ও বলার শক্তি
থেমে যায়নি সৃষ্টির জয়জয়কার বিশ্বজুড়ে-
করেন কাজের ভক্তি।
যদিও আমার দুটো পা নেই তাতে কি?
আমাকে অবহেলা করে তোমারা কি থামিয়ে দিবে
নাকি ভরসায় তোমাদের চলার পথের সঙ্গী করে নিবে?
আমি যে দুই হাতে ভর করে হিমালয়েও উঠতে পারি,
সে কথা হয়তো তোমাদের জানা নেই
তাইতো এত তাচ্ছিল্য!
পৃথিবীতে অনেক মানুষ যারা শারীরিক প্রতিবন্ধী
দুর্বলতাকে অক্ষম ভেবে পরাজয়ে করেনি সন্ধি।
জন ন্যাস যুক্তরাজ্যের অন্যতম সেরা গণিতবিদ ছিলেন
ভাবা যায় চিন্তাশক্তি হারিয়ে কিভাবে এগিয়ে গেলেন?
এমনি আরও সফল প্রতিবন্ধী আছে বাংলাদেশ ও বিশ্বে
কঠোর মনোবলে নিয়ে গেছে তাদের অনন্য উচ্চতার শীর্ষে।
তোমরা কি চাও চোখের সামনে আমাদের ক্ষয়
আমরা যে প্রেরণায় করতে পারি বিফলতাকে জয়।
তোমরা হয়তো পরিপূর্ণ কিন্তু প্রতিবন্ধী তোমাদের বিবেক
প্রতিবন্ধী ভেবে পিছয়ে দাও তাই রয়ে যায় শত আক্ষেপ।
তোমাদেরও সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা দিয়েছেন পূর্ণ রূপ
অবহেলিত আমরা কেন সহযোগীতায় রইবে চুপ?
তাই প্রতিবন্ধী হয়ে বাঁচতে চাই না হতে চাই মানুষ
তোমাদেরই মত স্ব-অধিকারের মানুষ।