সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

আজ বিশ্ব নগরায়ন দিবস

প্রকাশিত হয়েছে -

৮ নভেম্বর, বিশ্ব নগরায়ন দিবস (World Urbanism Day)। বিশ্বের চারটি মহাদেশের ৩০ টিরও বেশি দেশে প্রতিবছর ৮ নভেম্বর দিনটি বিশ্ব নগরায়ন দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। ১৯৪৯ সালে বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্লোস মারিয়া ডেল্লা পাওলেরা এই দিবস প্রতিষ্ঠা করেন। এটি World Town Planning Day নামেও পরিচিত।


শোনো বন্ধু, শোনো/প্রাণহীন এই শহরের ইতিকথা– এ গান একটা সময়ে নীরবে শহরের নির্জীবতার দিকে আঙুল তুলেছিল। পুরো বিশ্বেই এখন শহরই ক্রমে ক্রমে গ্রামকে ঘিরে ফেলছে। সারা বিশ্বেই নগরসভ্যতার রমরমা। তাই হয়তো এই নাগরিকতাকে উদযাপন করার জন্যই একটি দিনের ভাবনা ভাবা হয়েছে।

‘ইন্টারন্যাশনাল সোসাইটি অব সিটি অ্যান্ড রিজিওন্যাল প্ল্যানার্স’ এই ‘ওয়ার্ল্ড আরবানিজম ডে’ পালন করে। নগরায়ন অপ্রতিরোধ্য ভাবে বাড়ছে। কিন্তু সেই ক্রমবর্ধমান শহর যাতে সু-পরিকল্পনামাফিক হয়, তা আর একটু সুচিন্তিত ও সুশ্রী হয়-সেইটুকুই মনে করিয়ে দেয়া এই দিনটির লক্ষ্য। শুধু এটুকুই নয়। বর্ধিত নগর যেন পরিবেশের উপর চাপ না ফেলে সেটা দেখাও এই দিনটির কাজ।

Advertisements