শুক্রবার , ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি

হারানো দিন

প্রকাশিত হয়েছে -

:রমেশ সরকার:

মন চলে যায় শৈশবের মায়ের কোলে
সে কি আর আসবে ফিরে!

হারিয়েছি যারে চার যুগ আগে।
জীবনের অন্তিম লগ্নে আজ
সব কিছুই বিষাদের মতো লাগে।
কৈশোরের দুরন্তপনা আজ শুধুই স্মৃতি
ফিরে কি আর আসবে কখনো?
জানি আসবে না, তবুও কেন
মনের আকুতি  বারে বারে সে কি চায়?
মনে পড়ে তারুণ্য দীপ্ত যৌবনের কথা
ফিরে আসবেনা জানি, তবু কেন মন
অকাতরে বারবার মনে পড়ে
যৌবনের রঙ্গিন স্বপ্নে বিমোহিত মন
প্রাপ্তির আশায় ছুটাছুটি করতো।
আজ সকল চঞ্চলতা থমকে গেছে
সেতো অতীত, সে কি আসবে ফিরে!
জানি ফিরে সে আর আসবে না।
তবুও মনের আকুতি কেন জানি
বার বার পিছনে ফিরে যেতে চায়।
জীবনের সব রং ফিকে হয়ে গেছে
থমকে গেছে জীবনের গতি।