মঙ্গলবার , ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি

মোবাইল ফোনে ইউএনওর পরিচয়ে প্রতারণার চেষ্টা

প্রকাশিত হয়েছে -

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ পরিচয়ে মোবাইল ফোনে প্রতারণার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। রবিবার (৩০ অক্টোবর) সকালে এ উপজেলার কয়েকজন জনপ্রতিনিধি ও শিক্ষকদের সঙ্গে প্রতারণার চেষ্টা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে উপজেলার সবাইকে সাবধান থাকতে অনুরোধ জানান ইউএনও ফারুক আল মাসুদ। তিনি ওই স্ট্যাটাসে লিখেছেন, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, আজ সকালে ০১৯৫৬৪৫৬১৮৬ নম্বর থেকে ইউএনও ঝিনাইগাতি পরিচয় দিয়ে প্রতারকচক্র শিক্ষকসহ কয়েকজন জনপ্রতিনিধির নিকট টাকা চাচ্ছে। এ বিষয়ে সকলকে সচেতন থাকার অনুরোধ করা হচ্ছে।

এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, রবিবার সকালে বিভিন্ন শিক্ষক ও জনপ্রতিনিধি আমাকে মোবাইল করে বিষয়টি জানায়। সঙ্গ সঙ্গে আমি সবাইকে এ বিষয়ে সর্তক করে দিই। তিনি আরও বলেন, এ ধরনের কোনো প্রকার চাঁদা বা টাকা দাবি করলে সঙ্গে সঙ্গে আমাকে জানানোর অনুরোধ জানাচ্ছি। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisements