সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের অংশ করায় শেরপুরে আওয়ামী লীগের আনন্দ সমাবেশ

প্রকাশিত হয়েছে -

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের অংশ করায় ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেরপুরে আওয়ামীলীগ এক আনন্দ সমাবেশ করেছে। মঙ্গলবার (৭ নভেম্বর ) সন্ধ্যায় পৌর অডিটোরিয়ামে শহর আওয়ামী লীগ আনন্দ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল। শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মোঃ খোরশেদুজ্জামান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, তথ্য ও গবেষণা সম্পাদক, অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার ও সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্তের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, জেলা যুবলীগ সাধারন সম্পাদক নজরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছায়েদুল ইসলাম শাওন, মমতাজ উদ্দিন, রাজন সরকার প্রমুখ।

Advertisements