সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

তোষামোদ

প্রকাশিত হয়েছে -

:সাবিনা সিদ্দিকী শিবা:

মুখে মুখে নীতি কথা,
কাজের বেলা ঠনঠন।
অন্যের ক্ষতি করার জ্ঞান,
তাদের বেশি টনটন।

এসব লোকের উপদেশ শুনলে,
মনে লাগে কষ্ট।
সুশীল সমাজ আগাগোড়া,
তারাই করছে নষ্ট।

Advertisements

এদের তোষামোদ করে চলে,
এক ধরনের চামচে,
চাপাবাজী করে করে,
টাকা কামায় খামচে।

সব জায়গায় আগ বাড়িয়ে,
হাত খানা দে বাড়িয়ে।
মাঝে মাঝে চাটুকারিতা করে,
সীমানা যায় ছাড়িয়ে।

কথায় কথায় হাত কচলিয়ে,
নেতাকে দেয় তেল।
জুতা চাটাচাটি করে দেখায়,
ভানুমতী খেল।

এসব লোক নয় সুবিধা,
এই সমাজের তরে।
জরিপ কর খুঁজে পাবে,
এখন ঘরে ঘরে,,