শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

কোথায় আলহামদুলিল্লাহ ও কোথায় ইনশাআল্লাহ বলতে হয়

প্রকাশিত হয়েছে -

এ এম আব্দুল ওয়াদুদ
আমরা আমাদের প্রাত্যহিক জীবনে নানা ধরনের বাক্য ব্যবহার করে থাকি।আমরা যেহেতু বাঙালি তাই অন্য কোন ভাষার শব্দ ও বাক্য ব্যবহার করার আগে তার অর্থ জানা জরুরি।

আলহামদুলিল্লাহ ও ইনশাআল্লাহ আরবি দুটি  শব্দ, এদের নির্দিষ্ট অর্থ রয়েছে।

আজকে আমরা জানবো আলহামদুলিল্লাহ ও ইনশাআল্লাহ এর অর্থ এবং কোথায় কোন শব্দটি বলতে হয়।

Advertisements

আলহামদুলিল্লাহ:
আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য।আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসাসূচক বাক্য।

সাধারণত কোন আনন্দের খবর ও ভালো কিছু বুঝতে আলহামদুলিল্লাহ শব্দের ব্যবহার করা হয়।
ভালো কোনো খবর শুনলে আলহামদুলিল্লাহ বলা সুন্নত।পবিত্র কোরআনের শুরুই হয়েছে আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে।আলহামদুলিল্লাহ বলার অসংখ্য ফজিলত রয়েছে।
আল্লাহ তাআ’লা প্রিয় চারটি বাক্যের একটি হচ্ছে আলহামদুলিল্লাহ।

হাদিসে এসেছে, ‘আল্লাহ তাআলার মাহাত্ম্য বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহ থেকে উত্তম বাক্য আর নেই। (তিরমিজি) আরেক হাদিসে বলা হয়েছে, আল্লাহ তায়ালা সব থেকে বেশি নিজের প্রশংসা পছন্দ করেন, এ জন্য তিনি নিজের প্রশংসা করেছেন এবং আমাদেরও তাঁর প্রশংসার নির্দেশ দিয়েছেন।’ (বুখারি)

ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ শব্দের অর্থ মহান আল্লাহ তাআ’লা যদি চান তাহলে। ভবিষ্যতে কোন কাজ করবো, কোন কিছু ঘটবে বা কোথাও যাবো এমন কিছু বুঝতে ইনশাআল্লাহ বলা সুন্নত।আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, তুমি কখনো কোনো বিষয়ে এ কথা বলো না যে, আমি এটি আগামীকাল করব—‘ইনশাআল্লাহ’ কথাটি না বলে।
যদি (কথাটি বলতে) ভুলে যাও, তাহলে (যখনই তোমার স্মরণে আসবে) তোমার রবকে স্মরণ কোরো এবং বোলো, সম্ভবত আমার রব আমাকে এর (গুহাবাসীর বিবরণ) চেয়ে সত্যের নিকটতর পথনির্দেশ করবেন। ’ (সুরা কাহফ, আয়াত : ২৩-২৪)
ভবিষ্যতে করবো এমন কিছু বুঝতে এজন্যই ইনশাআল্লাহ বলা উচিত কেননা আমরা জানি না যে আমরা আগামীকাল বেঁচে থাকবো কি না বা কাজটি করতে পারবো কি না।

যেমন- ইনশাআল্লাহ, আমি আগামীকাল ঢাকা যাবো,ইনশাআল্লাহ, আপনার সাথে আমি আবার দেখা করবো

বর্তমান সময়ে অনেক জনকেই দেখা যায়
কেমন আছেন এর উত্তরে বলেন ইনশাআল্লাহ, ভালো আছি।এই ভুলটি আসলে শব্দের সঠিক অর্থ না জানার কারণে হয়ে থাকে।

আল্লাহ তাআ’লা আমাদের শব্দের সঠিক অর্থ ও এর প্রয়োগ যেনে দৈনন্দিন জীবনে মাসনুন দোআ পাঠের অভ্যাস করার তাওফিক দান করুন।আমিন

লেখক:শিক্ষার্থী ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়,ঢাকা।