রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

বয়স যখন বাড়ে

প্রকাশিত হয়েছে -

:সাবিনা সিদ্দিকা শিবা:
বয়স যখন শরীরের ভারে
      মনটা হঠাৎ হয় নরম,
কারও কটুবাক্য শুনলে তখন,
       লাগে বেশি শরম।
আস্তে আস্তে বয়সের সাথে
     মনেও পরে ভাঁটা।
পরিবারের অবহেলা তখন,
      খুঁচিয়ে তুলে ঘাটা…।
চলাফেরা না করে যখন,
     ঘরে থাকে পড়ে।
দরকার না পরলে খবর নেবেনা,
     দেখবে না কেউ ধরে।
কেউ কেউ অপেক্ষায় থাকবে,
     হয়েছে কি-না মরণ।
বার বার মরণ কামনায়,
     খোদা কে করবে স্মরণ।
নিজের কষ্টের রোজগারে টাকায়
       করে বাড়ি গাড়ি।
এখন সবাই অপেক্ষায় আছে,
       কখন দিবে পাড়ি।
চলতে, বলতে না পারলেও
      মনটা অচল নয়।
একদিন সবাইকে  যেতে হবে,
     মেনে সব পরাজয়।
প্রয়োজন শেষে ভাঙা কুলার,
     কমে আসে কদর।
তেমনি মানুষেরও  শেষে সময়,
      হয় রং উঠা চাদর।
লিখতে লিখতে কালি-  কলম
       ফুরিয়ে যখন যায়।
কালি বিহীন কলম তখন,
      ডাস্টবিন স্থান পায়।
অকেজো র্দুবল চিত্তের মানুষেরা
        কষ্ট ভোগে বেশি।
সব থাকতেই বুঝদার হয়ে,
       সোজা করও পেশি••••