রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

নতুন এক পৃথিবী

প্রকাশিত হয়েছে -

:সাবিনা সিদ্দিকী শিবা:

মনে করও আমি নেই,তুমিও নেই,
আমরা আর এই পৃথিবীতে কেউ নেই!
তবে কি এই পৃথিবীটা বিলিন হয়ে যাবে?
ঘাসের সবুজ কোমল ডগাগুলো কি হয়ে উঠবে,
পেঁয়াজের খোসার মতো ব্রাউন কালারের?
সূর্যের রক্তিম আলোটা কি হবে জন্ডিসের রংয়ের?

আমাদের স্বজনেরা আর কতদিন থাকবে,
বিরহিত বন্দি ও-ই কোয়ারেন্টিনে?
বুকের জন,পিঠের জন সবাই,
স্বেচ্ছায় দেয়ালে পিঠ ঠেকিয়েছে আইসোলেশনে!
আমি কেবল বেঁচে আছি করোনার রক্তাক্ত ছোবল বাঁচিয়ে।
পৃথিবীটা হয়েছে আজ একটি ভাঙা গ্লাসের মতো,
যাকে টেপ দিয়ে জোড়া লাগানো যায়
ব্যবহারের সম্মান টুকু থাকেনা।
পৃথিবীর প্রাণটা এখন টিকটিকির লেজের মতো খসিয়ে দিয়েছে,
পুনরায় গজাবে নির্ভর প্রকোষ্ঠে মাঝে,
আসলেই কি থেমে যাবে নীরব শোকগাথা বিষাদের গান নিয়ে??

Advertisements