রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শুধু কথায় নয়, কাজে প্রতিফলন ঘটাতে হবে: মাশরাফি

প্রকাশিত হয়েছে -

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা বলেছেন, শুধু কথায় নয়, কাজে প্রতিফলন ঘটাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে মেনে নিয়ে এর প্রতিফলন ঘটাতে হবে।

আসন্ন জেলা পরিষদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে নড়াইল জেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন মাশরাফি।

তিনি আরো বলেন, জেলা পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিয়েছেন, তাকে মেনে নিয়ে আমাদের সবার দায়িত্ব সেই প্রার্থীকে বিজয়ী করা।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।

Advertisements

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

এছাড়া উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী সুবাস চন্দ্র বোস, জেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, সৈয়দ মোহাম্মদ আলী, সৈয়দ আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল কুমার সাহা, রাসেদুল বাসার ডলার, আইন বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক দেবাশিস কুন্ডু মিটুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ওমর ফারুক, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, কালিয়া পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরা, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনার রশিদ, সাধারণ সম্পাদক কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, সাধারণ সম্পাদক স্বনীল সিকদার নীলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রসঙ্গত, ১৭ অক্টোবর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নড়াইলে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুবাস চন্দ্র বোস, বিদ্রোহী প্রার্থী লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু এবং আওয়ামী লীগ নেতা জেলা পরিষদের বর্তমান প্রশাসক সুলতান মাহমুদ বিপ্লব।