সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ষোল বছর পর

প্রকাশিত হয়েছে -

:সাবিনা সিদ্দিকী শিবা:

তোর সাথে দেখা হলো
ষোল বছর পর।
বউ নিয়ে সুখেই আছিস,
ভেঙে খেলার ঘর।
তোর মুখের লাজুক  হাসি
এখন তোকে মানায়।
ভয়ে পেলে কি এখনো তুই
লুকাস ঘরের কোণায়?
তোর সামনে পাক ধরেছে
ভরা মাথার চুল।
আজও আছে আগের মতই,
তোর চিবুকের টোল।
তোকে দেখে আজ আমার,
জানতে ইচ্ছে করে।
পাঠশালার সেই দিনগুলো কি,
আজও মনে পড়ে?
হঠাৎ যদি ঝড় উঠে,
আম কুড়াতে যাস?
আগের মতো, সঙ্গী খুঁজে,
আমার মত পাস?
আষাঢ় এলে খুশি মনে,
বৃষ্টিতে কি ভিজিস।
ফুলের ঝোপের ডাল সরিয়ে,
ব্যাং এ-র পোনা খুঁজিস?
চুপসে ভেজা গেঞ্জি খুলে,
ঢেকে রাখিস মুখ।
বজ্রপাতে শব্দ শুনে
কাঁপে কি তোর বুক?
গিটার নিয়ে আগের মতো,
চর্চা করিস ভোরে?
আমার মতো ভাঙা হাতে,
চিঠি দেয় কেউ তোরে?
বইয়ের ভেতর সাজিয়ে রাখিস,
কারও দেয়া ফুল।
কলমি ফুলে যত্ন করে,
 কাউকে দিস কি দুল?
জানিস এখন বর্ষা এলে,
তোকে মনে পড়ে।
তুই থাকিস অনেক দূরে,
অন্য কারও ঘরে।
তুই থাকিস মন জুড়ে
আমার লেখার পাতায়
ষোল বছর লিখে চলেছি,
আমার মনের খাতায়।