সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

সোনালী অতীত

প্রকাশিত হয়েছে -

:রমেশ সরকার:

অতীতের যত সুখ যত হাসি গান
জীবন থেকে সকলি হয়েছে ম্লান।
অতীতের যত প্রেম ভালোবাসা
জীবনে এখন শুধুই হতাশা।
অতীতের স্মৃতি শুধুই মনে পড়ে
ভায়োলিনের করুন সুর বাজে অন্তরে।
জীবন থেকে হারিয়েছে যত স্বপ্ন
প্রিয় অতীত তোমায় ভেবে মগ্ন।
অতীত তুমি মোরে দিয়েছো শিক্ষা
তোমার কাছে নিয়েছি দীক্ষা।
তুমি মোর জীবনের দীক্ষা গুরু
তাইতো নতুন করে ভাবতে করি শুরু
তুমি সোনালী দিনের স্বপ্ন ছিলে
শুধুই ভালো লাগার সময় ছিলে।
হে অতীত ভুলতে পারিনা তোমায়
জীবনে কত যে শিক্ষা দিয়েছো আমায়।
প্রতি ক্ষণে ক্ষণে নিশি জাগরণে
শয়নে স্বপনে আছো হৃদয়ের মধ্যখানে।
সারাক্ষণেই তোমার অস্তিত্ত্ব খু্ঁজে পাই
সকল বেদনার সুরের মুর্ছনায়
জীবনের সোনালী অতীত।