সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শহুরে ছেলের কাছে মায়ের চিঠি

প্রকাশিত হয়েছে -

:সাবিনা সিদ্দিকী শিবা:

রান্না ঘরে ডিম পেড়েছে,
তোর মুরগীর জুটি।
একদিন এসে দেখে যাস,
অফিস নিয়ে ছুটি।
আম গাছে আসছে মুকুল
হলুদ থোকা থোকা।
এক সময় কাটতে চেয়েছিস
আসলে তুই বোকা।
পুঁইয়ের মাচা ভরে গেছে
কঁচি কঁচি লতা।
ঢাকা থেকে জানতে চাস,
যে পুঁইশাকের কথা।
মোটা চালের মুড়ি ভেজেছি,
তুলে রেখেছি গুড়।
বাড়ি এলে যে গুড় মুড়ি,
সব চেয়ে প্রিয় তোর।
তোর পুকুরে মাছ ছেড়েছি,
রুই কাতলা পুঁটি।
ধলা গাভির বাছুর হয়েছে,
এক সাথে আজ দুটি।
পাশের বাড়ির রহিমের বাপ,
গেল সেদিন মরে।
ছেলের মতো বাসতো ভালো,
সব চেয়ে বেশি তোরে।
সরকার নাকি রাস্তা করবে
আমাদের বাড়ির পাশে?
আল্লাহ জানে কার কার জমি
পড়ে যাবে খাসে ।
বাড়ি এসে নেতার সাথে,
কথা বলিস তুই।
পারিস যদি রক্ষা করিস,
তোর বাপ দাদার ভূঁই।