রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

মনের পাখি

প্রকাশিত হয়েছে -

:সাবিনা সিদ্দিকী শিবা:

সুখ নামের পাখিটা তো,
দূর আকাশে বন্দি।
ধরতে গিয়ে পাখিটাকে,
 কতই করি সন্ধি।
রোজ সকালে ব্যালকনিতে,
দাঁড়াই ভেজা চোখে।
ফিরবে বলে অপেক্ষা আর,
পরাণ কাঁদে শোকে।
স্বাধীন তো তুই বনের পাখি,
উদাসীন কেন মন?
বন্দী থাকার জন্য নাকি,
পীড়ায়  সারাক্ষণ।
মনের ভিতর উথলে ওঠে,
চোখে কান্নার ঢেউ।
কত মানুষ আসে পাশে,
বুঝলো না তো কেউ।
বনের পাখি বনেই থাকিস,
মনের বন্ধ দোর।
সুযোগ বুঝে ফিরে আসিস,
কাটলে প্রেমের ঘোর।