মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১১ই জিলহজ, ১৪৪৫ হিজরি

শ্রমিকদের টানা তৃতীয় দিনের কর্মবিরতিতে স্থবির নাকুগাঁও স্থলবন্দর

প্রকাশিত হয়েছে -

শেরপুরের নালিতাবাড়ীতে লোড আনলোড শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে শনিবার (৩ সেপ্টেম্বর) টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি চলছে নাকুগাঁও স্থলবন্দর শ্রমিকদের। এতে স্থবির হয়ে পড়েছে বন্দরের সার্বিক ব্যবসা বাণিজ্য কার্যক্রম। তবে শ্রমিকরা বলেছেন তাদের ন্যায্য দাবি মেনে নিলেই কাজে যোগ দিবেন তারা।

সুত্রে জানা গেছে, জেলার অন্যতম গুরুত্বপূর্ণ নাকুগাঁও স্থলবন্দরে প্রায় ৭ শতাধিক লোড আনলোড শ্রমিক কর্মরত আছেন। এছাড়া দৈনিক হাজিরা শ্রমিক রয়েছে প্রায় ২ হাজারের মতো। বতর্মান বাজারে সকল নিত্যপণ্যের দাম বাড়লেও শ্রমিকের মজুরি বাড়েনি। তাই বন্দরের শ্রমিকরা প্রতি সিএফটি পাথর লোড আনলোড করতে ৩ টাকার স্থলে ৪ টাকা করার দাবি জানান। এই দাবিতে গত বৃহস্পতিবার থেকে নাকুগাঁও স্থলবন্দরে মানববন্ধন ও কর্মবিরতি শুরু করে শ্রমিকরা। এই কর্মবিরতির কারনে বেকার হয়ে পড়েছে সংশ্লিষ্ট প্রায় ৫ হাজার মানুষ।

নাকুগাঁও লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুজন মিয়া জানান, দেশে জ্বালানিসহ সকল কিছুর দাম বেড়েছে। এতে আমাদের সংসার খরচ বেড়েছে। এখন ৩ টাকা দরে পাথর লোড আনলোড করলে আমাদের পোষায় না। তাই প্রতি সিএফটিতে ১ টাকা করে মজুরি বাড়াতে আমরা প্রায় একমাস যাবত ব্যবসায়ীদের কাছে দাবি জানিয়ে আসছি। কিন্তু ব্যবসায়ীরা আমাদের ন্যায্য দাবি মেনে নিচ্ছেন না। দাবি মেনে নিলেই আমরা কাজে যোগ দিব।

Advertisements

এ ব্যাপারে নাকুগাঁও স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, আমরা শ্রমিকদের দাবির প্রেক্ষিতে প্রতি সিএফটি পাথর লোড আনলোড করতে ৩ টাকা থেকে ৫০ পয়সা বাড়িয়ে সাড়ে তিন টাকা করে মজুরি বাড়তি দিতে চেয়েছি। এতে শ্রমিকরা রাজী হচ্ছেন না। তারপরও আমরা ব্যবসায়ীরা শ্রমিকদের সাথে সমঝোতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।