শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

৩ হাজার লিটার পামঅয়েল মজুত রাখায় ব্যবসায়ীর জরিমানা

প্রকাশিত হয়েছে -

জামালপুরের সরিষাবাড়িতে পামঅয়েল মজুত রাখায় আব্দুর রশিদ নামের এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা এ আদেশ দেন।

এর আগে ভোরে পৌরসভার বাউসি বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তিন হাজার লিটার পামঅয়েল জব্দ করা হয়।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ি পৌরসভার বাউসি বাজার এলাকায় অভিযান চালিয়ে পামঅয়েলসহ একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisements

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা বলেন, বাউসি বাজার এলাকায় তিন হাজার লিটার পামঅয়েল মজুত রাখেন আব্দুর রশিদ। পরে পুলিশ ওইসব তেল জব্দের পর তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে আসেন। দোষ স্বীকার করায় তাকে জরিমানা করে সতর্ক করা হয়েছে।