সোমবার , ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলকদ, ১৪৪৫ হিজরি

ইউরোপে বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি নেবে ব্রাজিল

প্রকাশিত হয়েছে -


কাতার বিশ্বকাপের প্রস্তুতির জন্য ইউরোপকেই বেছে নিয়েছে ব্রাজিল ফুটবল দল। ২১ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। ১৪ নভেম্বর থেকে ইউরোপে নিজেদের প্রস্তুতি শুরু করবে বলে জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

বিশ্বকাপ শুরুর একদিন আগে, ১৯ নভেম্বর কাতার এসে পৌঁছাবে নেইমার অ্যান্ড কোং। এরপর ৫দিন পর বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ সার্বিয়া। গ্রুপ ‘জি’তে তাদের বাকি দুই প্রতিপক্ষ হচ্ছে সুইজারল্যান্ড এবং ক্যামেরুন।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের কো-অর্ডিনেটর জুনিনহো পওলিস্তা জানিয়েছেন, বিশ্বকাপের আগে তারা ইউরোপকেই বেছে নিয়েছেন অনুশীলনের জন্য। তিনিই জানিয়েছেন, ১৯ নভেম্বর কাতার পৌঁছাবে ব্রাজিল ফুটবল দল।

Advertisements

২০০২ বিশ্বকাপজয়ী ফুটবলার ডেনিলসনের সঙ্গে এক পডকাস্ট আড্ডায় জুনিনহো বলেন, ‘আমরা ইউরোপেই ফুটবল ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছি। এর কারণ হলো, ইউরোপে খেলা আমাদের খেলোয়াড়রা যেন দ্রুত অনুশীলন ক্যাম্পে এসে উপস্থিত হতে পারে। মাত্র এক সপ্তাহ রেখেছি আমরা প্রস্তুতির জন্য। আশা করি এই অনুশীলন আমাদের খুব উপকার করবে।’

চার বছর আগে ব্রাজিল তাদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছিল রিও ডি জেনিরোর উত্তরে টেরেসোপোলিসের ট্রেনিং সেন্টারে। এরপর তারা ১০ দিনের জন্য লন্ডনে এসে টটেনহ্যাম হটস্পারের ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করে। এরপরই তারা উড়ে যায় রাশিয়ায়।

কাজান এরেনায় কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ২-১ গোলে হেরে যায় বেলজিয়ামের কাছে।