সোমবার , ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১০ই জিলহজ, ১৪৪৫ হিজরি

নালিতাবাড়ীর বেগম রৌশন আরা একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রকাশিত হয়েছে -

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার স্বনামধন্য সর্বাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান বেগম রৌশন আরা একাডেমির ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সকালে একাডেমি প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওই একাডেমির সভাপতি জামিল আহমেদ বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক, পোড়াগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান ও বেগম রৌশন আরা একাডেমির প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. আজাদ মিয়া। এতে শিক্ষার্থীদের ভবিষ্যত শিক্ষা জীবনের মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন, একাডেমির পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী, প্রিন্সিপাল এম. সুরুজ্জামান, সমাজসেবক এরশাদ আলম, পোড়াগাঁও কুষক লীগের সভাপতি আবু সাইদ দেওয়ান, লেকচার পাবলিকেসন্সের প্রতিনিধি আব্দুল মমিন, সমাজসেবক সুলতান আহমেদ, শিক্ষক আলহাজ আলী, আবু সাইদ, জুয়েল মিয়া, আন্দারুপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মশিউর রহমান, শিক্ষক প্রবীর চন্দ্র বর্মণ, সজীব রানা ও তাইজদ্দিন প্রমুখ। এসময় একাডেমির অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিবাবক, এলাকার গন্যমান্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ২০২২ সালের শিক্ষার্থীদের দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী মো. আব্দুল বাছেদ। এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের ক্রেষ্ট ও মুল্যবান উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।