শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শেরপুরে সবুজ আন্দোলনের উদ্যোগে র‍্যালি, আলোচনা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে -

‘খনিজ জ্বালানির ব্যবহার বন্ধ করুন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করুন’, ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এসব প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

৬ জুন সোমবার দুপুরে সদর উপজেলার যোগিনীমুরা ফসিহ্ উল উলুম দাখিল মাদ্রাসা মাঠে প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন, শেরপুর জেলা ও সদর উপজেলা শাখা ওই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান। ফসিহ উল উলুম দাখিল মাদ্রাসার সাবেক সহ-সুপার আবু রাশেদ মো. বাকের পীর সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সবুজ আন্দোলনের আহবায়ক মো. মেরাজ উদ্দিন, সদস্য সচিব ও ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা সবুজ আন্দোলনের যুগ্ম আহবায়ক প্রভাষক মহিউদ্দিন সোহেল, সদর উপজেলা শাখার সভাপতি মো. মমিনুল ইসলাম প্রমুখ।

Advertisements

ওইসময় ফসিল উল উলুম দাখিল মাদ্রাসার সুপার, মাওলানা আনোয়ারুল ইসলাম,সিনিয়র শিক্ষক রেজাউল করিম, মাওলানা হানিফ উদ্দিন, মোহাম্মদ আলী, জেলা সবুজ আন্দোলনের যুগ্ম আহবায়ক জুবাইদুল ইসলাম, বুলবুল আহাম্মেদ, রবিউল ইসলাম রতন, সদস্য শাহরিয়ার শাকির, শ্রীবরদী শাখার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ শামছুল হকসহ মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, গাছ পরিবেশ দূষণ রোধ করে, বৈশ্বিক উষ্ণতা কমাতে বৃক্ষ সবচেয়ে বেশি ভূমিকা রেখে থাকে। তাই পরিবেশ বাঁচাতে সকলের বেশি বেশি বৃক্ষরোপণ করা উচিত। বক্তারা পরিবেশ দূষণরোধসহ, বৃক্ষরোপণে ভূমিকা রাখায় সবুজ আন্দোলনকে ধন্যবাদ জানান।

আলোচনা শেষে শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়। এর আগে এক র‍্যালি মাদ্রাসার সামনের সড়ক প্রদক্ষিণ করে।