রবিবার , ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ৯ই জিলহজ, ১৪৪৫ হিজরি

জামালপুরে বিনামূল্যে শিক্ষাব্যবস্থা ‘আলোর মিছিল’ স্কুল চালু

প্রকাশিত হয়েছে -

জামালপুর: জামালপুরে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্কুল চালু করল মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি (এসএইচআরএস)।

শনিবার সকালে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কালিকাপাড়ার মাঝি পাড়ায় সংস্থার সহকারী পরিচালক নাঈম ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘আলোর মিছিল’ স্কুল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সংস্থার শেরপুর জেলা শাখার সভাপতি আলমগীর আল আমিন ও ‘আজকের পত্রিকা’র দেওয়ানগঞ্জ প্রতিনিধি মহসিন রেজা রুমেল।

সংস্থার সদস্য কিশোর কুমার দেব’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংগঠক আনন্দ কুমার দাস, দীপালি চন্দ দাস, সঞ্জিতা চন্দ দাস, রিনা রানী দাস, মায়া রানী দেব প্রমুখ।

উদ্ভোধনী অনুষ্ঠানে নাঈম ইসলাম বলেন, সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিনামূল্যে শিক্ষাব্যবস্থা ‘আলোর মিছিল’ নামক স্কুল কার্যক্রম শুরু করে সংস্থাটি। আমরা শহর ও গ্রামের স্কুল থেকে ঝড়ে পড়া ও সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করতে চাই। এজন্য আমরা সকলের সহযোগিতা চাই।

Advertisements

এ সময় শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম ও শুকনা খাবর বিস্কুট বিতরণ করা হয়।