বৃহস্পতিবার , ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শেরপুরে বাল্য বিয়ে নিরোধ দিবসের মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে -

“বাল্য বিয়ে রুখতে হলে, আওয়াজ তোল দলে দলে,” এ শ্লোগানকে সামনে রেখে বাল্য বিয়ে নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শেরপুরে।
১৩ অক্টোবর শুক্রবার সকালে শহরের খরমপুরস্থ জেলা শিশু একাডেমী’র কার্যালয়ের সামনে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর যৌথ আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খানসহ অন্যান্য বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

এসময় জাতীয় মহিলা সংস্থা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, ব্র্যাকসহ অন্যান্য প্রতিষ্ঠানের শতাধিক শিশু, নারী ও অভিভাবকরা মানবন্ধনে অংশ নেয়।