শনিবার , ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নকলায় বাল্যবিবাহ নিরোধ দিবস পালিত

প্রকাশিত হয়েছে -

 

শেরপুরের নকলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ১২ অক্টোবর বাল্যবিবাহ নিরোধ দিবস পালন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামন হতে র‌্যালীটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের হলরুমে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকারের সভাপতিত্ব এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রমুখ বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, নকলা থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন।

তাছাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হকের নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বিএডিসি উপ-পরিচালক (হিমাগার) রফিকুল ইসলাম, নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক ও ক্রীড়া শিক্ষক আবু রায়হান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দেওয়ান কোহিনুর, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক হেলালীসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদকর্মী ও বিভিন্ন পেশা শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন।

শেরপুর টাইমস/ বা.স

Advertisements