রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

রাজনীতি-গণতন্ত্র বিষয়ক নারী ও যুব সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে -

শেরপুরে রাষ্ট্র, গণতন্ত্র, রাজনীতি, দলের গঠনতন্ত্র, ইতিহাস ও সাফল্য বিষয়ক নারী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর মঙ্গলবার দুপুরে শহরের আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাই স্কুল মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’ ওই সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন।

শেরপুর প্রেসকাব সভাপতি, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্য মাহবুবুর রহমান সুজা। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছরিন রহমানের সঞ্চালনায় সমাবেশে মূল বক্তব্য উপস্থাপন করেন আয়োজক সংগঠনের ময়মনসিংহ বিভাগের সিনিয়র রিজিওনাল কো-অর্ডিনেটর নার্গিস আক্তার। সমাবেশে ছাত্রলীগ ও যুব রেড ক্রিসেন্টের ৫০ জন প্রতিনিধি অংশ নেয়।

শেরপুর টাইমস/ বা.স

Advertisements