রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আহ্বায়ক ফোরাম গঠন

প্রকাশিত হয়েছে -

সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সমাজের সার্বিক উন্নয়নে সচেষ্ট থাকার প্রত্যয়ে শেরপুরের নকলা উপজেলাধীন ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আলোকিত বন্ধু ফোরাম আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৮ অক্টোবর রবিবার দুপুরে মাদ্রাসার সভা কক্ষে সুপার মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে জরুরি এক আলোচনা সভায় নকলা উপজেলা বন্ধু ফোরামের আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন এবং ওই মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে মোঃ রেজাউল করিমকে আহ্বায়ক; মোসাম্মৎ রোকেয়া আক্তার, মাহবুব হোসাইন রুপম ও শওকত আলীকে যুগ্ম আহ্বায়ক এবং মোঃ ফজলুল করিমকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। অন্যান্য সদস্যরা হলেন- আখতারুজ্জামান, কাজিম উদ্দিন, মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, কব্দুল হোসেন, আরিফুল ইসলাম, শরিফুল ইসলাম, মিলন মালা, আনিসুর রহমান রাজু, তাসলিমা খাতুন, হালিমা খাতুন, নিয়ামুল ইসলাম, কামরুন নাহার মিনু, তামান্না, নুর আলী হাসান লিখন, জোনাকী আক্তার, সাহাদত হোসেন সাকিব, নারগিছ সুলতানা পলি, নাছিমা খাতুন, শারমিন আক্তার, আলমগির হোসেন, সম্পদ মিয়া, রুবাইয়া তাসনিম রিশিতা, মারজিয়া খাতুন মিনা, আবু সুফিয়ান ও রতনা খাতুন।

শেরপুর টাইমস/ বা.স