সোমবার , ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শেরপুরের নাকুগাঁও সীমান্ত দিয়ে দুই বাংলাদেশী হস্তান্তর

প্রকাশিত হয়েছে -

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় কারাগারে কারাভোগ শেষে দুই বাংলাদেশী যুবককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

আজ ৭ অক্টোবর শনিবার বিকেল চারটার দিকে তাদের বিজিবি’র হাতে হস্তান্তর করা হয়।

ইমিগ্রেশন সূত্র জানায়, চলতি বছরের গত ২১ মার্চ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ এলাকার জহির আলীর ছেলে হামিদুর রহমান (১৮) ও সিরাজুল হকের ছেলে আব্দুল করিম (২৪) মাখনেরচর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে।

Advertisements

পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়লে ভারতের মহেন্দ্রগঞ্জ থানা পুলিশের মাধ্যমে তাদের তুরা জেলা কারাগারে প্রেরণ করা হয়। সেখানে ৬ মাস ১৫দিন কারাভোগ শেষে শনিবার তাদের হস্তান্তর করা হয়।

এসময় দুই দেশের সীমন্তরক্ষী বাহিনীর স্থানীয় ক্যাম্প কমান্ডার ও থানা পুলিশের সশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।