সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শেরপুরসহ একযোগে ৪৪৪৮ স্পটে ধানের ক্ষেতে আলোক ফাঁদে ক্ষতিকর পোকা দমন

প্রকাশিত হয়েছে -

শেরপুরসহ ময়মনসিংহ অঞ্চলে একযোগে ৪ হাজার ৪৪৮টি স্পটে আমন ধানের ক্ষেতে ক্ষতিকর পোকা দমনে আলোক ফাঁদ তৈরী করা হয়। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ওইসব আলোক ফাঁদ স্পটে বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপস্থিতি পর্যবেক্ষণ ও করনীয় সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়। প্রতিটি আলোক ফাঁদে এলাকায় স্থানীয় ৬০/৭০ জন করে কৃষক-কৃষানী এবং স্থানীয় উপ-সহকারি কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমন তথ্য জানিয়েছেন শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন। তিনি বলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের চলমান কার্যক্রমের অংশ হিসাবে কৃষকদের জৈব বালাই নাশক প্রযুক্তি ব্যবহারে উদ্ধুদ্ধকরণে এসব আলোক ফাঁদ প্রদর্শন করা হয়। তিনি নিজেও নকলা উপজেলার টালকি এলাকায় একটি আলোক ফাঁদ প্রদর্শনী প্লটে উপস্থিত থেকে কৃষকদের সাথে মতবিনিময় করেন বলে জানান। তিনি জানান, আলোক ফাঁদ ফসলের একটি জৈবিক বালাই নাশক প্রযুক্তি। এর মাধ্যমে ফসলের ক্ষেতের পাশে তিনটি খঁটিতে হ্যাজাক অথবা বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে ঝুলানো হয়। তার নীচে সাবান পানির মিশ্রণ একটি পাত্রে রাখা হয়। আলো দেখে ফসলের ক্ষতিকর পোকামাকড় ওই বাতির কাছে ছুটে আসে এবং পোকামাকড়গুলো নীচের পাত্রের পানিতে পড়ে মারা পড়ে। এতে ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পায় কৃষকের আবাদের মুল্যবান ফসল।

শেরপুর টাইমস/ বা.স