বুধবার , ১৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই জিলহজ, ১৪৪৫ হিজরি

শেরপুরে জেলা পুলিশের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে -


শেরপুরে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল সোমবার বিকেলে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত ওই দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী।

ইফতার মাহফিলে শেরপুরের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পুনাক সভানেত্রী কাজী মোনালিসা মারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল), আফরোজা নাজনীন, সহকারী পুলিশ সুপার (সিআইডি) শওকত আলম, ডিবির পরিদর্শক রেজাউল করিম, ডিআইও-১ জাহাঙ্গীর আলম, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, নালিতবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়াসহ জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

দোয়া ও ইফতার মাহফিলে ইফতারের আগে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে দেশের সকল মানুষের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত করা হয়।

Advertisements