বুধবার , ১৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই জিলহজ, ১৪৪৫ হিজরি

নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নব নির্বাচিত সাংবাদিকদের শপথ গ্রহন

প্রকাশিত হয়েছে -

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকদের প্রতিষ্ঠান প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে নব নির্বাচিত সাংবাদিকদের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ মার্চ) রাতে উপজেলার শহীদ মিনার সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে নব নির্বাচিত সভাপতি সম্পাদকসহ বিভিন্ন পদে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর করা হয়।

প্রেসক্লাবের উর্ধ্বতন পরিষদের সমন্বয়ে গঠিত ৩ সদস্যর উপস্থিতিতে কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ. হাকাম হীরা, সাবেক সাধারণ সম্পাদক বাবু গোপাল চন্দ্র সরকার। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি সামেদুল ইসলাম তালুকদার। নব নির্বাচিত সভাপতি আব্দুল মান্নান সোহেল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরকে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক সভাপতি এমএ. হাকাম হীরা ও সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটু। এসময় কার্যনির্বাহী কমিটির ৩ সদস্যকে উর্ধ্বতন পরিষদের সমন্বয়ে কার্যকরী কমিটিতে নাম প্রকাশ করা হয়।

নব নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যরা হলেন- সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, মাহফুজুর রহমান সোহাগ, অর্থ বিষয়ক সম্পাদক আল হেলাল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মঞ্জুরুল আহসান, প্রচার ও দফতর সম্পাদক হারুন অর রশিদ, কল্যান তহবিল সম্পাদক এম. সুরুজ্জামান, কার্যকরী পরিষদ সদস্য প্রিন্সিপাল মুনিরুজ্জামান মুনির, মুঞ্জুরুল আহসান ও মুজাহিদুল ইসলাম উজ্জ্বল।

Advertisements