রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

নালিতাবাড়ীতে বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরন চেক বিতরন

প্রকাশিত হয়েছে -

শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্থ ২১ ব্যক্তির মাঝে ৬ লাখ ৭৫ হাজার টাকার ক্ষতিপূরনের চেক বিতরন করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার গোপালপুর বনবিট কার্যালয় চত্ত¡রে ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে এই চেক বিতরন অনুষ্ঠিত হয়।

এতে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা শাহিন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষন কর্মকর্তা সুমন সরকার, মধুটিলা রেঞ্জকর্মকর্তা আব্দুল করিম, গোপালপুর বন বিট কর্মকর্তা শাহ আলম ও রামচন্দ্রকুড়া ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ বাদশা প্রমুখ। এসময় নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি এলাকায় বসবাসরত বন্যহাতি দ্বারা ঘরবাড়ি ও ফসলের ক্ষতিগ্রস্থ ২১ জনের মাঝে ৬ লাখ ৭৫ হাজার টাকার ক্ষতিপূরন চেক বিতরন করা হয়।

Advertisements