শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

পছন্দের প্রার্থীকে শতবর্ষী খোদেজা বেগম ভোট দিলেন

প্রকাশিত হয়েছে -
ছবিঃ শেরপুর টাইমস

শতবর্ষী খোদেজা বেগম। বয়সের ভারে অনেকটা ন্যুব্জ। ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা শুনে ভাতিজির সাথে ভোটকেন্দ্রে চলে আসেন তিনি। ভোট দেন নিজের পছন্দের প্রার্থীকে।

মঙ্গলবার ৫ জানুয়ারি হাতিবান্ধা ইউনিয়নের ঘাগড়া দক্ষিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২ টার দিকে খোদেজা বেগম ভোট দিতে আসেন। তিনি ঘাগড়া কোনাপাড়ার বাসিন্দা।

এদিকে পঞ্চম ধাপে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৭টি ও শ্রীবরদী উপ‌জেলার এক‌টি ইউপি‌তে ভোট গ্রহণ চলছে। সকাল আটটা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চল‌বে বিকেল চারটা পর্যন্ত। ৮টি ইউ‌পির মোট ১লক্ষ ৫৭হাজার ১শ ৬০জন ভোটার তা‌দের ভোটা‌ধিকার প্রয়োগ কর‌ছেন।

Advertisements

জেলা নির্বাচন অফিসার শানিয়াজ্জামান তালুকদার বলেন, ভোট অবাধ সুষ্ঠ ও ভোটাররা যে‌নো নি‌র্বিঘ্নে ভোট কে‌ন্দ্রে গি‌য়ে ভোট দি‌তে পা‌রে সেজন‌্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকা‌রি বা‌হিনীর সদস‌্যরা কাজ কর‌ছেন। এছাড়া নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট, এ‌ক্সিউ‌টিভ ম‌্যা‌জি‌স্ট্রেটরা নি‌য়ো‌জিত র‌য়ে‌ছেন।