মঙ্গলবার , ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি

নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে কারাদন্ড-জরিমানা

প্রকাশিত হয়েছে -

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ী ও এক স্পিরিট ব্যবসায়ীকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।
আজ ৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ আদালত পরিচালনা করেন নালিতাবাড়ী সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান।

সূত্রে জানা যায়, শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ও সহকারী কমিশনার (ভূমি) নালিতাবাড়ীর নেতৃত্বে শনিবার দুপুরে নন্নী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় বাজারের মহিলা মার্কেট থেকে এক কেজি গাঁজা রাখার দায়ে জোসনা বেগম (৩০) ও আধাকেজি গাঁজা রাখার দায়ে মিরাজ আলীকে (৫৫) হাতেনাতে গ্রেফতার করা হয় এবং উভয়কে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়াও একই বাজারে অভিযান চালিয়ে লাইসন্সেবিহীন মিথিলেটেড স্পিরিট বিক্রির দায়ে শাহ আলম নামে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Advertisements

শেরপুর টাইমস/ বা.স