সোমবার , ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলকদ, ১৪৪৫ হিজরি

শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আজ গাইবেন হাসনা হেনা

প্রকাশিত হয়েছে -

ফাইল ছবি

স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে শেরপুরে ‘বিজয় দিবস কনসার্ট’ অনুষ্ঠিত হবে। শেরপুর জেলা প্রশাসন আয়োজিত আজ দুপুর আড়াইটায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বিশেষ এ অনুষ্ঠানে পাওয়ার ভয়েজ খ্যাত হাসনা হেনা গানে গানে মাতাবেন দর্শকদের।
ফাইল ছবি

২০১২ সালে চ্যানেল নাইনের পাওয়ার ভয়েজ সংগীত প্রতিযোগিতায় হাসনা হেনা সেরা দশের মাঝে সপ্তম স্থান অধিকার করেন। বর্তমানে স্টেজ প্রোগ্রামের পাশাপাশি এসএ টিভি ও এশিয়ান টিভিতে গানের শো করে থাকেন। হাসনা জানান, তার বেশ কয়েকটি এলবামের কাজ চলছে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের গড়কান্দা মহল্লার হানিফ মন্ডলের কনিষ্ঠ কন্যা হাসনা। ইতোমধ্যে দেশের বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে সংগীত পরিবেশন করে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন নালিতাবাড়ির এই মেয়ে।