সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শেরপুর সদরের ডুবারচরে পুলিশ পরিচয়ে শিক্ষকের টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

প্রকাশিত হয়েছে -

পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার আলিফ ও আরাফাত।

শেরপুর সদর উপজেলার ডুবারচরে পুলিশ পরিচয়ে এক স্কুলশিক্ষকের টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে দুজনকে আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

এরা হলেন শেরপুর জেলা শহরের মীরগঞ্জ মহল্লার বাসিন্দা আলিফ ও আরাফাত।

পুলিশ জানিয়েছে, রোববার রাত সাড়ে ১১টার দিকে স্কুল থেকে বাড়িতে ফিরছিলেন শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। পথে ডুবারচর এলাকায় আটক ব্যক্তিরা পুলিশ পরিচয় দিয়ে মাদক উদ্ধারের নামে তার শরীরে তল্লাশি চালান। এসময় তারা মোবাইল ফোন ও টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন। শিক্ষক রফিকের চিৎকারে স্থানীয়রা এবং টহল পুলিশ দল এসে তাদের আটক করে।

Advertisements

শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম বলেন, ‘আলিফ ও আরাফাতের নামে রফিকুল ইসলাম একটি মামলা করেছেন। আলিফ ও আরাফাতের নামে বিভিন্ন জায়গায় একাধিক মামলা রয়েছে। আলিফ একটি মামলায় এক সপ্তাহ আগে জামিনে বেরিয়েছেন।’