সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময়

প্রকাশিত হয়েছে -

শেরপুরে শিক্ষার মান উন্নয়নে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সাথে মত বিনিময় করেছে শেরপুর সদর উপজেলা প্রশাসন । আজ বিকাল ৩ টার দিকে উপজেলা পরিষদের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

এ মতবিনিময় সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রশিদ,প্রাথমিক শিক্ষা অফিসার নুর আলম মির্ধা,একাডেমিক সুপারভাইজার আনোয়ার পারভেজ সহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সুপারগণ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে শেরপুর সদর উপজেলার শিক্ষার মান উন্নয়ন,বাল্যবিবাহমুক্ত,ভিক্ষুকমুক্ত,মাদকমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়তে সকলের সহযোগিতা কামনা করেন এবং সেই অনুযায়ী দিকনির্দেশনা প্রদান করেন ।

Advertisements