সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শেরপুর সদর ইউপি নির্বাচন: শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু

প্রকাশিত হয়েছে -

কুসুমহাটি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ছবিঃ শেরপুর টাইমস

শান্তিপূর্ণভাবে শেরপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়।

সকালে কুসুমহাটি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। এই কেন্দ্রে ২ হাজার ৪ শ ৮২ জন ভোটার রয়েছে।
সকাল ৯ টা পর্যন্ত নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা যায়।

Advertisements

সদরে চেয়ারম্যান পদে ৪৩ জন, সংরক্ষিত ১৯৬ জন, সাধারণ ৫৩৪ জনসহ মোট ৭৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। আর মোট ভোট কেন্দ্র ১৫০ টি, তার মধ্যে কথা কক্ষ রয়েছে ৭৩৪ টি। ১৪ ইউনিয়নে মোট ভোটার ৩ লক্ষ ১৯ হাজার ৮৭৮ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার বলেন, শান্তিপূর্ণ ভাবে নির্বাচন শুরু হয়েছে। কোথাও কোন বিশৃঙ্খলা হলে আমরা তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহণ করবো।