সোমবার , ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১০ই জিলহজ, ১৪৪৫ হিজরি

পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া নিয়ে তর্ক, স্ত্রীর আত্মহত্যা

প্রকাশিত হয়েছে -

আত্মহত্যা

ময়মনসিংহের ধোবাউড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া নিয়ে তর্কে জড়িয়ে স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। সোমবার গভীর রাতে উপজেলার পশ্চিম সোহাগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, সোহাগীপাড়া গ্রামের মোস্তফার স্ত্রী দুই সন্তানের জননী মিনা আক্তার (২৬) সোমবার গভীর রাতে নিজের বসতঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। সোমবার দিনের বেলা পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া নিয়ে স্বামী ও স্ত্রীর মাঝে তর্কাতর্কি হয়। তারই জের ধরে রাতে আত্মহত্যা করেছেন বলে পরিবার ও এলাকাবাসী জানান।

পরিবার সূত্রে জানা যায়, রাতে ঘুম ভেঙ্গে মোস্তফার ৭ বছরের মেয়ে মহিমা দেখতে পায় তার মা ফাঁসিতে ঝুলে আছে। তবে বাড়িতে ছিল না মিনার স্বামী মোস্তফা। পরে খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Advertisements

এ ব্যাপারে ধোবাউড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

#যুগান্তর