মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১১ই জিলহজ, ১৪৪৫ হিজরি

শ্রীবরদীতে জাতীয় কন্যা শিশু দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত হয়েছে -

শ্রীবরদীতে জাতীয় কন্যা শিশু দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুম স্বোমেশ্বরীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আতাউর রহমান, অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, আমিনুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ হেল আল আমিন প্রমুখ।

Advertisements