শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ঝিনাইগাতীতে মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে -

শেরপুরের ঝিনাইগাতীতে হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে থানার সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এবছর ঝিনাইগাতীতে ১৯টি পুজা মন্ডপে দুর্গাপুজার আয়োজনের প্রস্ততি চলছে।

সভায় সভাপতিত্ব করেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান। এতে থানার উপপরিদর্শক (এসআই) কাজলের সঞ্চালনায় বক্তব্য দেন থানার ওসি (তদন্ত) সারোয়ার হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল সেনগুপ্ত, সাধারণ সম্পাদক বিশ্ব জিৎ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জীবন চক্রবতী, সাংবাদিক গোলাম রব্বানী টিটু প্রমুখ।

সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুজা উৎসবে সকল ধরনের সহযোগিতা পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশে পুজা আয়োজনের ব্যাপারে সকল মন্দির কমিটি ও সকল শ্রেণীর মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

Advertisements