রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শেরপুরে কওমী মাদরাসায় বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

প্রকাশিত হয়েছে -

কওমী মাদরাসা ছাত্রদের আইটিতে সম্পৃক্তকরণ প্রকল্পের আওতায় ৯০ দিনব্যাপী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে শেরপুরে।

বুধবার বিকেলে শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকীয় মাদরাসা মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে পরিচালিত এ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

জামিয়া সিদ্দিকীয়া মাদরাসার আহবায়ক ফকরুল মজিদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, মাদরাসার সদস্য সচিব আলহাজ্ব মাওলানা মো. হযরত আলী প্রমুখ।

Advertisements

১০টি কম্পিউটারের মাধ্যমে প্রথম ব্যাচে ৯০ দিনের এ প্রশিক্ষণ কোর্সে ৬০ জন শিক্ষার্থী অংশ নিবে এবং প্রশিক্ষণ শেষে সকলকে সনদ প্রদান করা হবে।

প্রশিক্ষণ দিবেন যুব উদ্দোক্তা মো. মিনহাজ উদ্দিন।

উল্লেখ্য, এ প্রকল্পটি বাংলাদেশে সর্বপ্রথম শেরপুরে উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় উদ্বোধন করা হবে বলে উদ্দোক্তা মিনহাজ উদ্দিন জানান।